শেরপুরে দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮
শেরপুরে সোমবার দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

শেরপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শ্লোগানে শেরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে ও শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো.আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া।

দুদক জানায়, দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয়। এসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়। 

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এই গণশুনানি অন্য উপজেলাগুলোতেও অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০