চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮
ছবি: বাসস

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজনকে গতকাল দিবাগত রাত ২টায় মোহরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার সন্ধ্যা ৭টায় গ্যারেজ মালিক শাহজাহান চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বলাকা আবাসিকের বিপরীতে একটি গ্যারেজে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে গুরতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

গেফতারকৃতরা হলেন- আবু কালাম (৩৬) ও মো. বায়েজিদ রহমান (২৭)।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা মো. আকবর জানান, গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালামসহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন তিনি বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বায়েজিদ রহমান ছুরিকাঘাত করেছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৪৩ মামলা
লেবার পার্টিকে ‘আমাদের জীবনের লড়াই’ সম্পর্কে সতর্ক করেছেন স্টারমার
ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ
নড়াইলে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান
ফাইনালে তিলক ও টুর্নামেন্টের সেরা অভিষেক
এটোশার আগুন নেভাতে কয়েকশ’ সৈন্য মোতায়েন করেছে নামিবিয়া
রাঙ্গামাটিতে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাবাহিনীর 
ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রশাসনে স্বৈরাচারের দোসদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকেট কেনার পরামর্শ
১০