ঝিনাইদহ, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের কর্মপরিকল্পনা উন্নয়ন কল্পে এ কর্মশালার আয়োজন করা হয়।
আজ সোমবার বেলা ১১টায় উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত উপ-পরিচালক আনিচুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি অফিসার বিল্লাল হোসাইন।
কর্মশালায় কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। এতে করে কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে। ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। কৃষিকে উন্নত করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কর্মশালায় ১২৫ জন কৃষককে তিন ভাগে বিভক্ত করে পরিকল্পনা প্রণয়ন ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা হয়।