রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭
আজ রাজশাহীতে সাক্ষরতা দিবসে র‌্যালি ও সভা। ছবি : বাসস

রাজশাহী, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ক্যালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি? আমাদের দেশে এখন সাক্ষরতা হার প্রায় ৭৬ শতাংশ। আমরা উচ্চ শিক্ষিত হয়ে বসে আছি। আমরা কাজের ক্যাটাগরি করে ফেলছি। আমি মাস্টার্স পাশ করেছি, আমার দ্বারা সব কাজ করা সম্ভব না। এ ধরণের শিক্ষা আমাদের জন্য উপকারী না।  

জাতিগঠনের মূল কাজ শিক্ষকদের মাধ্যমেই হয় উল্লেখ করে তিনি তাদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফল ভিত্তিক পড়াশুনা দিয়েই তাদের মূল্যায়ন করা যাবে না, পাঠ্যক্রম বর্হিভূত কাজ দিয়েও মূল্যায়ন করতে হবে। 

জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রায়হানুর ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল ওয়াহাব এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০