চট্টগ্রামে অনুমোদনহীন পানির কারখানা সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
চট্টগ্রাম নগরের খাজা রোড মাইজপাড়ায় অনুমোদন ছাড়া পানি বাজারজাতকরণের পাশাপাশি নকল তেল উৎপাদনের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত একটি কারখানা সিলগালা করে। ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের খাজা রোড মাইজপাড়ায় অনুমোদন ছাড়াই পানি বাজারজাতকরণের পাশাপাশি নকল তেল উৎপাদনের অভিযোগে সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানা সিলগালা করা হয়েছে। এসময় ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরো তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, মাইজপাড়ার সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার কারখানাটি বিএসটিআই অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আড়ালে নকল ‘স্টারিং পাওয়ার অয়েল’ উৎপাদন করা হচ্ছিল। এ অপরাধে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে সিলগালা করা হয়।

এছাড়া, একই এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হলকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং মেয়াদবিহীন মিষ্টি বিক্রির দায়ে আল হাসান নামের এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০