চট্টগ্রামে অনুমোদনহীন পানির কারখানা সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
চট্টগ্রাম নগরের খাজা রোড মাইজপাড়ায় অনুমোদন ছাড়া পানি বাজারজাতকরণের পাশাপাশি নকল তেল উৎপাদনের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত একটি কারখানা সিলগালা করে। ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের খাজা রোড মাইজপাড়ায় অনুমোদন ছাড়াই পানি বাজারজাতকরণের পাশাপাশি নকল তেল উৎপাদনের অভিযোগে সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানা সিলগালা করা হয়েছে। এসময় ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরো তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, মাইজপাড়ার সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার কারখানাটি বিএসটিআই অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আড়ালে নকল ‘স্টারিং পাওয়ার অয়েল’ উৎপাদন করা হচ্ছিল। এ অপরাধে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে সিলগালা করা হয়।

এছাড়া, একই এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হলকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় এবং মেয়াদবিহীন মিষ্টি বিক্রির দায়ে আল হাসান নামের এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি
১০