সিলেট, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে চার দিনব্যাপী ‘অলিম্পিক সলিডারিটি কোর্স-২০২৫’ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে এটি উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক খান মো. রেজা-উন-নবী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর। স্বাগত বক্তব্য দেন- জাতীয় কোর্স পরিচালক মো. মোশারফ হোসেন মোল্লা। এই সময় জাতীয় কোর্স পরিচালক ও সিনিয়র কোচ ড. মোহাম্মদ মেহেদী হাসান, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
জেলার স্কুল, কলেজ এবং ক্রীড়া সংস্থার প্রশিক্ষক, সংগঠক ও ক্রীড়া শিক্ষকসহ মোট ২৫ জন অংশগ্রহণকারীকে নিয়ে কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও সুষ্ঠুভাবে পরিচালনা, অলিম্পিক আন্দোলনকে জোরদার করা এবং অলিম্পিজমের মূল্যবোধ সর্বত্র ছড়িয়ে দেওয়া এই কোর্সের লক্ষ্য।