জুরাইন কবরস্থানে শায়িত হলেন বদরুদ্দীন উমর

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০
সোমবার জানাজা শেষে বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দীন উমরকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার জানাজা শেষে বিকালে তাকে দাফন করা হয়।

দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, বদরুদ্দীন উমরকে বিকালে ৪টার দিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তার ফুফুর কবরের উপর মূলত তাকে দাফন করা হয়। 

তার আগে পরিবারের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের মরদেহ নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণি পেশার মানুষ।

বদরুদ্দীন উমর এক মাস ধরে অসুস্থ ছিলেন। সবশেষ গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষকতা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উচ্চশিক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর হাত ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হন বদরুদ্দিন উমর। তবে তিনি কোনো পুরস্কার গ্রহণ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০