টাঙ্গাইল, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ভূঞাপুর উপজেলায় আজ মাদক বিক্রি ও সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন- ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের মাদক কারবারি মো. আব্দুল মালেক (৪০) ও একই উপজেলার কষ্টাপাড়া গ্রামের মাদকসেবি শুক্কুর (২৭)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেন জানান, দণ্ডিত মো. আব্দুল মালেক দীর্ঘ দিন ধরে ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের মাদক কারবারি মো. আব্দুল মালেককে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার পাঁচশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, মাদক সেবনের অপরাধে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া গ্রামের শুক্কুরকে ছয়মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।