টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩
ছবি: বাসস

টাঙ্গাইল, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ভূঞাপুর উপজেলায় আজ মাদক বিক্রি ও সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। 

দণ্ডিত ব্যক্তিরা হলেন- ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের মাদক কারবারি মো. আব্দুল মালেক (৪০) ও একই উপজেলার কষ্টাপাড়া গ্রামের মাদকসেবি শুক্কুর (২৭)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেন জানান, দণ্ডিত মো. আব্দুল মালেক দীর্ঘ দিন ধরে ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের মাদক কারবারি মো. আব্দুল মালেককে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার পাঁচশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, মাদক সেবনের অপরাধে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া গ্রামের শুক্কুরকে ছয়মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০