ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভোলায় এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা পাঁচ নম্বর ওয়ার্ডে গতকাল (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মো. মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫) ও মো. সিরাজ ওরফে মিরাজ (২৮)। পুলিশ বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।