পঞ্চগড়ে পলিথিনের সমস্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা 

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২
আজ পঞ্চগড়ে পলিথিনের সমস্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা । ছবি : বাসস

পঞ্চগড়, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ শিক্ষার্থীদের নিয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশগত সমস্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) র আয়োজনে সোমবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। 

শুরুতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় স্যান্নাল পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, প্লাস্টিকের সহজপ্রাপ্যতা, অত্যধিক ব্যবহারের ফলে প্লাস্টিক এখন জনজীবন ও পরিবেশের ওপর হুমকি হয়ে বসেছে। প্লাস্টিক বর্জ্য ও প্লাস্টিক দূষণ চক্রে প্রাকৃতিক পরিবেশ-পরবর্তী সময়ে যে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর আবাসস্থল এমনকি মানব জাতির ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে চলেছে। আকারের ওপর ভিত্তি করে প্লাস্টিক মাইক্রো, মেসো, মাক্রোবর্জ্য-এই তিন ভাগে বিভক্ত প্লাস্টিক দূষণে ভাগ করা যায়। মানুষের নিয়মিত প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিবেশে দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 

পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক গৃহস্থালির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না। এগুলো পরিবেশ থেকে বর্জ্যের আকারে নেওয়া মানুষের অসচেতনতায় দূষণের প্রধান এবং একমাত্র কারণ বলে সচেতন মহল মনে করে। প্লাস্টিক এমন এক রাসায়নিক পদার্থ, যা পরিবেশে পচতে অথবা কারখানায় পুনঃপ্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে। তাই একে ‘অপাচ্য পদার্থ’ হিসেবে আখ্যা দেওয়া হয়। 

সাধারণত উদ্ভিদকুল, জলজ প্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধু উদ্ভিদ ও জলজ প্রাণীই নয়, মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেলার নেটওয়াক মেম্বার শহীদুল ইসলাম শহীদ, জেলা পরিবেশ অধিদপ্তরের নমূনা সংগ্রহকারী নাহিদুল ইসলাম ও শিক্ষার্থী নাঈমা প্রমুখ। 

বক্তারা একবার ব্যবহার যোগ্য পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, শুধু আইনের প্রয়োগ নয় ব্যাপক সচেতনতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০