সাতক্ষীরায় ভেজাল সার উৎপাদন করায় কারখানা সিলগালা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম। ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে ইটের গুঁড়া দিয়ে মাছের খাবার তৈরি ও ভেজাল সার উৎপাদন করায় অবৈধ সার কারখানা সিলগালা করা হয়েছে। 

একইসঙ্গে বাংলাদেশ কৃষি রসায়ন নামের ওই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় কারখানা থেকে ২ বস্তা ফিস জেল, ৬০ বস্তা সালফার, ৮৫ কার্টুন টপজিংক, ৬০ কার্টুন ইকোজিংক প্লাস, ২০ কার্টুন ওয়াটার ক্লেয়ার ও মিশ্রণ করা যন্ত্রসহ বিপুল পরিমাণ ভেজাল সার ও মাছের খাবার জব্দ করা হয়।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ ডিবি পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে লাইসেন্স বিহীন অবৈধ একটি সার কারখানায় ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার উৎপাদন করে তা প্যাকেটজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রমাম্যাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। 

এসময় ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার উৎপাদন করে তা প্যাকেটজাত করার অভিযোগে মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সেখান থেকে বিপুল পরিমাণ জব্দকৃত মালামাল বিসিক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, কৃত্রিম ও ভেজাল উপাদানে তৈরিকৃত পণ্য মানুষ, প্রাণি ও মাছের জন্য বেশ ক্ষতিকর। কৃষি দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এ সকল পণ্য উৎপাদন ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। 

তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো বিসিক শিল্পনগরীতে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরে সময়মত সেগুলো নষ্ট করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম জানান, ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের আওতায় কারখানা মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমান মালামাল জব্দ এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০