সাতক্ষীরায় ভেজাল সার উৎপাদন করায় কারখানা সিলগালা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম। ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে ইটের গুঁড়া দিয়ে মাছের খাবার তৈরি ও ভেজাল সার উৎপাদন করায় অবৈধ সার কারখানা সিলগালা করা হয়েছে। 

একইসঙ্গে বাংলাদেশ কৃষি রসায়ন নামের ওই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় কারখানা থেকে ২ বস্তা ফিস জেল, ৬০ বস্তা সালফার, ৮৫ কার্টুন টপজিংক, ৬০ কার্টুন ইকোজিংক প্লাস, ২০ কার্টুন ওয়াটার ক্লেয়ার ও মিশ্রণ করা যন্ত্রসহ বিপুল পরিমাণ ভেজাল সার ও মাছের খাবার জব্দ করা হয়।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের চলা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ ডিবি পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে লাইসেন্স বিহীন অবৈধ একটি সার কারখানায় ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার উৎপাদন করে তা প্যাকেটজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রমাম্যাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। 

এসময় ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার উৎপাদন করে তা প্যাকেটজাত করার অভিযোগে মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সেখান থেকে বিপুল পরিমাণ জব্দকৃত মালামাল বিসিক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, কৃত্রিম ও ভেজাল উপাদানে তৈরিকৃত পণ্য মানুষ, প্রাণি ও মাছের জন্য বেশ ক্ষতিকর। কৃষি দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ ব্যতীত এ সকল পণ্য উৎপাদন ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। 

তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো বিসিক শিল্পনগরীতে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরে সময়মত সেগুলো নষ্ট করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম জানান, ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের আওতায় কারখানা মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমান মালামাল জব্দ এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে রাতে 
ইন্দোনেশিয়ার ভিডিওকে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত
রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
১০