পটুয়াখালীতে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২১ জন

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১
পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে টিআরসি পদে চাকরিপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন। ছবি : বাসস

পটুয়াখালী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে পটুয়াখালীতে ২১ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। 

জানা গেছে, এ বছর পটুয়াখালী ২১ জনের বিপরীতে আবেদন করেন ১৮ শত ৪ জন। এর মধ্যে ৭ টি ইভেন্টে ২৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।

জেলা পুলিশের দেয়া তথ্য মতে, গত ১ জুলাই আবেদন শুরু হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২৪ শে জুলাই। মোট ১৮ শত ৪ জন প্রার্থী আবেদন করেন। ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ২৪০ জন। এর মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য। মৌখিক পরীক্ষা শেষে ২১ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয় এবং অপেক্ষায় রাখা হয় ৪ জন। 

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক প্রার্থী। তারা বলেন, আমরা হতদরিদ্র পরিবার। অভাব অনটনের মধ্যে চলে আমাদের সংসার। চূড়ান্ত তালিকায় নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

পরে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০