পটুয়াখালীতে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২১ জন

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১
পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে টিআরসি পদে চাকরিপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন। ছবি : বাসস

পটুয়াখালী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে পটুয়াখালীতে ২১ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। 

জানা গেছে, এ বছর পটুয়াখালী ২১ জনের বিপরীতে আবেদন করেন ১৮ শত ৪ জন। এর মধ্যে ৭ টি ইভেন্টে ২৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।

জেলা পুলিশের দেয়া তথ্য মতে, গত ১ জুলাই আবেদন শুরু হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২৪ শে জুলাই। মোট ১৮ শত ৪ জন প্রার্থী আবেদন করেন। ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ২৪০ জন। এর মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য। মৌখিক পরীক্ষা শেষে ২১ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয় এবং অপেক্ষায় রাখা হয় ৪ জন। 

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক প্রার্থী। তারা বলেন, আমরা হতদরিদ্র পরিবার। অভাব অনটনের মধ্যে চলে আমাদের সংসার। চূড়ান্ত তালিকায় নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

পরে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ৩ শিক্ষার্থী
দিনাজপুর হাবিপ্রবি জুলাই আন্দোলনে ৭৯ জন হামলাকারী ছাত্রলীগের নাম প্রকাশ
কুমিরের সঙ্গে কুস্তি করা ইনফ্লুয়েন্সার সম্পর্কে তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রীর সঙ্গে খাদ্য ও ভূমি উপদেষ্টার বৈঠক
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
১০