পটুয়াখালীতে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২১ জন

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১
পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে টিআরসি পদে চাকরিপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন। ছবি : বাসস

পটুয়াখালী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে পটুয়াখালীতে ২১ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। 

জানা গেছে, এ বছর পটুয়াখালী ২১ জনের বিপরীতে আবেদন করেন ১৮ শত ৪ জন। এর মধ্যে ৭ টি ইভেন্টে ২৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।

জেলা পুলিশের দেয়া তথ্য মতে, গত ১ জুলাই আবেদন শুরু হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২৪ শে জুলাই। মোট ১৮ শত ৪ জন প্রার্থী আবেদন করেন। ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ২৪০ জন। এর মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য। মৌখিক পরীক্ষা শেষে ২১ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয় এবং অপেক্ষায় রাখা হয় ৪ জন। 

এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক প্রার্থী। তারা বলেন, আমরা হতদরিদ্র পরিবার। অভাব অনটনের মধ্যে চলে আমাদের সংসার। চূড়ান্ত তালিকায় নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

পরে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুবদল নেতাকে গুলি করে হত্যা : প্রধান আসামি জনির দায় স্বীকার
ড্রাম থেকে ব্যবসায়ীর ২৬ টুকরা লাশ উদ্ধার : জরেজসহ দুইজনের দায় স্বীকার
স্কটল্যান্ডে অনারারি কনসাল নিয়োগ
বাংলাদেশ দলের জন্য ক্রীড়া উপদেষ্টার ২ কোটি টাকা বোনাস ঘোষণা
রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি
সেলিনা হায়াত আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ
ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে
সিএসই পরিদর্শন করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মীর হেলাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার
১০