সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১
ছবি : বাসস

সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ( বাসস) : জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অপসংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

প্রেস কাউন্সিলের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায়  শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকতার মহান পেশা। এই  পেশায় দায়িত্ব পালনকালে সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি করবেন,  নিজ পেশাগত কারণে রাজনীতি থেকে বিরত থাকবেন। বিভেদ ভুলে সবাইকে এক হতে হবে। তাহলেই পেশায় মর্যাদা পাবেন।
 
তিনি আরো বলেন,সাংবাদিক সুরক্ষা আইন, আচরণ বিধি, কপি রাইট, সংবাদের উৎস প্রকাশ, গোপনীয়তা রক্ষা, আস্তা অর্জন, উদ্বৃতি ব্যাপারে সতর্কতা সহ সাংবাদিকদের অধিকার নিশ্চিতে প্রেস কাউন্সিল কাজ করছে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ।  সাংবাদিকদের মধ্যে প্রশ্ন রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ,  দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, সাংবাদিক লতিফুর রহমান রাজু সুজন  মিজানুর রহমান,  খলিল রহমান,  মুহাম্মাদ আমিনুল হক, গিয়াস চৌধুরী প্রমুখ।  

কর্মশালা শেষে অংশগ্রহণ কারিদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০