মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬
ছবি : বাসস

রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে রাজবাড়ীতে শিক্ষিত, দুস্থ ও অসহায় মহিলাদের ৩০ টি সেলাই মেশিন এবং ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমিরী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সংকর চন্দ্র বৈদ্য। 

এতে বক্তব্য দেন, অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক দুস্থ অসহায় কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে গুছিয়ে নেবার চেষ্টা করছে, আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে তাদের সহযোগিতা কিভাবে বাড়ানো যায়।

অনুষ্ঠানে ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন উদ্যোক্তা অংশ নেন। যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে তাদেরকে এ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণার্থী রোকসানা আক্তার বলেন, ড্রেস মেকিংসহ বিউটি ফিকেসন এবং অন্যান্য ট্রেডে সহায়তার পরিমাণ আরো বাড়ান প্রয়োজন। বিউটি পার্লারের কাঁচা মালের দাম অনেক বেশি, আমাদের ব্যবসা চালাতে অনেক ঝুঁকির মুখে পড়তে হয় এ জন্য আমরা সরকারি সহযোগিতা বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছি।

এব্যাপারে অধিদফতরের উপপরিচালক আজমির হোসেন জানান, আমি উদ্যোক্তাদের কথা শুনেছি, চেষ্টা করব তাদের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছাতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০