মহিলা অধিদফতরের উদ্যোগে সেলাই মেশিন ও চেক বিতরণ

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬
ছবি : বাসস

রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে রাজবাড়ীতে শিক্ষিত, দুস্থ ও অসহায় মহিলাদের ৩০ টি সেলাই মেশিন এবং ৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমিরী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সংকর চন্দ্র বৈদ্য। 

এতে বক্তব্য দেন, অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তহমিদা খানম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক দুস্থ অসহায় কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে গুছিয়ে নেবার চেষ্টা করছে, আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে তাদের সহযোগিতা কিভাবে বাড়ানো যায়।

অনুষ্ঠানে ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন উদ্যোক্তা অংশ নেন। যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে তাদেরকে এ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণার্থী রোকসানা আক্তার বলেন, ড্রেস মেকিংসহ বিউটি ফিকেসন এবং অন্যান্য ট্রেডে সহায়তার পরিমাণ আরো বাড়ান প্রয়োজন। বিউটি পার্লারের কাঁচা মালের দাম অনেক বেশি, আমাদের ব্যবসা চালাতে অনেক ঝুঁকির মুখে পড়তে হয় এ জন্য আমরা সরকারি সহযোগিতা বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছি।

এব্যাপারে অধিদফতরের উপপরিচালক আজমির হোসেন জানান, আমি উদ্যোক্তাদের কথা শুনেছি, চেষ্টা করব তাদের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছাতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড্রোন হামলার পর পোল্যান্ডের আকাশ সীমায় নিষেধাজ্ঞা 
কারখানা মালিকের শিশু অপহরণ মামলায় কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত পশ্চিম আফ্রিকানদের গ্রহণ করছে ঘানা
ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও দেখা যাবে : পীর চরমোনাই
৯৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দিদার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
যাদুকাটায় বালু উত্তোলন শুরু, স্বস্তিতে শ্রমিকরা
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
সরকার উৎখাতের ষড়যন্ত্র : শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এইচএসবিসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু
মহেশখালী-মাতারবাড়ি বাংলাদেশের নীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে
১০