দুর্গাপূজা উপলক্ষে আরএমপি কমিশনারের মতবিনিময় 

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩
দুর্গাপূজা উপলক্ষে আরএমপি কমিশনারের মতবিনিময় । ছবি : বাসস

রাজশাহী, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

আজ মঙ্গলবার দুপুরে আরএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বড় কোনো অনুষ্ঠান এককভাবে পুলিশের পক্ষে সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা অপরিহার্য। গত বছরের মতো এবারও রাজনৈতিক দলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে। 

রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে পূজামন্ডপে সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানান। 

পাশাপাশি প্রতিটি দল থেকে একজনকে ফোকাল পারসন মনোনীত করে তাঁর মোবাইল নম্বর সরবরাহের অনুরোধ করেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে। 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব কিংবা মিথ্যা তথ্যের কারণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোরও আহ্বান জানান তিনি।

সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যাতে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য তারা মনিটরিং সেল গঠন করবেন এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ৫৪'তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের
পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা
তানজানিয়ার প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট হাসানের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৯
খুলনা অঞ্চলে আমন ধান কাটা শুরু
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ৩টি অজ্ঞাত লাশের সন্ধান ইসরাইলের
পাকিস্তানে উৎসবের জন্য ভারতীয় শিখদের ভিসা
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত
১০