নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০
আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নোয়াখালীর কবিরহাট উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীররাতে খুলশীর ১ নম্বর রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে আপাতত খুলশী থানার পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রামের আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজাতে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার মোহাম্মদ ইব্রাহিম কারাগারে থাকা নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বড় ভাই। তাঁর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে। চট্টগ্রামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ মোতায়েন থাকবে : আরএমপি কমিশনার
১০