নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০
আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নোয়াখালীর কবিরহাট উপজেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীররাতে খুলশীর ১ নম্বর রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাঁকে আপাতত খুলশী থানার পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রামের আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজাতে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার মোহাম্মদ ইব্রাহিম কারাগারে থাকা নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বড় ভাই। তাঁর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে। চট্টগ্রামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ৫৪'তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের
পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা
তানজানিয়ার প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট হাসানের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৯
খুলনা অঞ্চলে আমন ধান কাটা শুরু
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ৩টি অজ্ঞাত লাশের সন্ধান ইসরাইলের
পাকিস্তানে উৎসবের জন্য ভারতীয় শিখদের ভিসা
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত
১০