চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে (জাহাজভাঙা কারখানা) তেলের ট্যাংকে বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বঙ্গোপসাগর তীরবর্তী ফুলতলা এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. দুলাল হোসেন, হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, মো. ফারুক, মো. দুলাল হোসেন এবং হানিফ আলী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘দগ্ধদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’
এসপি মাহমুদ জানান, ‘জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।’