লক্ষ্মীপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাষ্টি অ্যাডভোকেট পার্থ পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, বাংলাদেশ হিন্দু কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক সাহা প্রমুখ। 

সভায় জানানো হয়, এবার লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় স্থায়ী অস্থায়ী মোট ৭৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় পূজা মন্ডপের দায়িত্বরতরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে পূজা মন্ডপের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, পূজা মন্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভিসহ নিজস্ব স্বেচ্ছাসেবকদল গঠন করতে প্রত্যেকটি মন্ডপের দায়িত্বরতদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও দূর্গাপূজাকে শান্তিপূর্নভাবে করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, সাদা ও পোষাকধারীসহ কয়েকস্তরের আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। পূজামন্ডপকে নির্বিঘ্ন করতে কাজ করছে পুুলিশ।

সভায় জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০