লক্ষ্মীপুরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাষ্টি অ্যাডভোকেট পার্থ পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, বাংলাদেশ হিন্দু কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক সাহা প্রমুখ। 

সভায় জানানো হয়, এবার লক্ষ্মীপুরে ৫টি উপজেলায় স্থায়ী অস্থায়ী মোট ৭৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় পূজা মন্ডপের দায়িত্বরতরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে পূজা মন্ডপের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, পূজা মন্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভিসহ নিজস্ব স্বেচ্ছাসেবকদল গঠন করতে প্রত্যেকটি মন্ডপের দায়িত্বরতদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও দূর্গাপূজাকে শান্তিপূর্নভাবে করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, সাদা ও পোষাকধারীসহ কয়েকস্তরের আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। পূজামন্ডপকে নির্বিঘ্ন করতে কাজ করছে পুুলিশ।

সভায় জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকমের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১০