সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, পদ্মশাখরা, ঘোনা, কালিয়ানী, সুলতানপুর, মাদরা ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এর আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী, মজুমদার খাল ও গেড়াখালী মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেড়িবাধ ও আমবাগান নামক স্থান হতে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক একই উপজেলার কালিয়ানী এলাকা হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কুলবাগান নামক স্থান হতে, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল দাঁতভাঙ্গা মাঠ নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার মজুমদার খাল নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালী ও চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বর্মিতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক আটলাখ ৯৬ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
১০