ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. ফজলুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন শক্তিশালী ও সময়োপযোগী করা হলে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকার পাশাপাশি স্বাস্থ্য ব্যয় কমাতে সাহায্য করবে।
একই সাথে আইনটি শক্তিশালী ও যুগোপযোগী করা গেলে তা দেশের রাজস্ব বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। দেশে তামাকের ব্যবহার কমাতে এবং জনগণকে সুস্থ রাখতে আইন সংশোধনের কোনো বিকল্প নেই বলেও জানান শিক্ষকবৃন্দ।
একাধিক গবেষণার বরাত দিয়ে তারা বলেন, বাংলাদেশে তামাকজনিত রোগের অর্থনৈতিক ব্যয় তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয়ের চেয়ে অনেক বেশি। তামাক ব্যবহারজনিত রোগে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যেখানে একই সময়ে তামাকজাত দ্রব্য থেকে সরকারের রাজস্ব আয় ছিল ২২ হাজার ৮১০ কোটি টাকা।