নোবিপ্রবিতে ফুড সিস্টেমস্ ইউথ লিডারশিপ প্রশিক্ষণের সমাপনী ।

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২
১৬ সেপ্টেম্বর, নোবিপ্রবিতে ফুড সিস্টেমস্ ইউথ লিডারশিপ প্রশিক্ষণের সমাপনী । ছবি : বাসস

নোয়াখালী, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফুড সিস্টেমস্ ইউথ লিডারশিপ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগে আয়োজিত তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে 

প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এফটিএনএস বিভাগকে এরকম একটি লিডারশিপ প্রশিক্ষণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরা ছাত্রজীবনেই লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ পাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমদের খাবারের সেইফটি যেনো নিশ্চিত থাকে এবং তা যেনো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের অর্জিত জ্ঞানকে ছড়িয়ে দিবেন যেনো তা সমাজ এবং দেশের জন্য কাজে লাগে। তরুণ সমাজ এগিয়ে আসলে আমরা খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।

নোবিপ্রবি এফটিএনএস বিভাগের চেয়ারম্যান ড. মানসুরা মকবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান, ফুড সেইফটি অফিসার শামসুল আরেফিন, এইচ.এস.বি.ও এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহিদা সুলতানা।

উল্লেখ্য, নোবিপ্রবি এফটিএনএস বিভাগ এবং নিড এসিসটেন্স এর সহযোগিতায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্ুরুভড নিউট্রিশন (GAIN) এবং সান ইউথ নেটওয়ার্ক বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে নোবিপ্রবিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
১০