নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ 

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭
নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ । ছবি : বাসস

নোয়াখালী, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃষি ও মৎস্য গবেষণা বিষয়ক ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (ইঅঝ) এর সহযোগিতায় এবং নোবিপ্রবি এগ্রিকালচার ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের যৌথ আয়োজনে ÔBAS-USDA Endowment Program (6th Phage Project)Õ শীর্ষক এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এ সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র জ্ঞান দানের নয় বরং জ্ঞান সৃজনেরও জায়গা। নতুন জ্ঞান সৃজন করে যে আনন্দ পাওয়া যায় তা অতুলনীয়। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক কৃষি ও মৎস্য সেক্টরে পিএইচডি গবেষণা এগিয়ে নিতে নোবিপ্রবিকে যে ফান্ড প্রদান করা হয়েছে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অনেক দূর এগিয়ে যাবে। তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস এর ফেলোদের উদ্দেশ্যে বলেন, নোবিপ্রবিকে প্রদান করা আপনাদের এই ফেলোশিফ বৃথা যাবে না এবং আমরা এর সর্বোত্তম ব্যবহার করবো। ভবিষ্যতেও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি রাখবেন এই প্রত্যাশা করছি।

নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস এর ফেলো ড. আবদুল লতিফ ও অধ্যাপক ড. আবু তৈয়্যব আবু আহমেদ।

ওয়ার্কশপে ফেলোশিপ প্রাপ্ত দুজন কি নোট স্পিকার তাদের প্রজেক্ট সম্পর্কিত গবেষণালব্ধ তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তারা হলেন নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ও প্রজেক্টের পিআই ড. মো. জাহাঙ্গীর সরকার এবং এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রজেক্টের পিআই ড. মেহেদি হাসান রুবেল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ৫৪'তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের
পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা
তানজানিয়ার প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট হাসানের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৯
খুলনা অঞ্চলে আমন ধান কাটা শুরু
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ৩টি অজ্ঞাত লাশের সন্ধান ইসরাইলের
পাকিস্তানে উৎসবের জন্য ভারতীয় শিখদের ভিসা
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত
১০