খুলনায় প্লাস্টিক দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১১
প্লাস্টিক দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। ছবি : বাসস

খুলনা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার বলেছেন, সুষ্ঠু বিনোদনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ জরুরি। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলা গেলে ভ্রমণকারীদের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে তেমনি স্থানীয় ব্যবসায়ী ও ট্রলার চালকদের আয়ও বৃদ্ধি পাবে। 

আজ মঙ্গলবার বিকেলে নগরীর ৭নং ঘাট এলাকায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

সাসটেইন্যাবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইরিভার্সিবল পলুশন (এসসিআইপি) প্লাস্টিক প্রজেক্ট-এর আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কেসিসি প্রশাসক উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

কুয়েট-এর প্রফেসর ড. কাজী হামিদুল বারী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রকল্পের অ্যাওয়ারনেস সেন্টারের প্রধান শেখ ইনজামামুল হকসহ স্বেচ্ছাসেবী সংস্থা কিন আপ-খুলনার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রশাসক মো. ফিরোজ সরকার বর্জ্য সংরক্ষণের জন্য স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বিন সরবরাহ করেন এবং প্রতিদিন একটি ভ্যানযোগে বর্জ্য অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একইসাথে বিনগুলির যথাযথ ব্যবহার না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
১০