কুমিল্লার বাসচাপায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

কুমিল্লা (দক্ষিণ), ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মনোহরগঞ্জ উপজেলায় আজ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ মোট দ’ুজন নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে অটোরিকশার যাত্রী শাহ আলম (৬৫) এবং বান্দুয়াইন গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক  কিশোর বাদল (১৫)। এ ঘটনায় নিহত বাদলের বাবা শফিকুর রহমান গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গণলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ইউ-টার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের বাস ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। তীব্র ধাক্কায়  অটোরিকশার চালক বাদল ও যাত্রী শাহ আলম রাস্তায় ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান। গুরুতর আহত বাদলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দু’জনের মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
১০