বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪
ছবি: বাসস

বরিশাল, ১৬ সেপ্টেম্বর , ২০২৫ (বাসস) : জেলায় অসহায় পরিবারকে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে গণশুনানিতে আসা কয়েকজন অসহায় মানুষের মাঝে ৮৪ ইভেন্ট ও আল শিফা মেডিকেল সার্ভিসেস এর সহযোগিতা এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে ৬টি অসচ্ছল পরিবারের মধ্যে ৩ টি পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ৩ জনকে ডাব, ঝালমুড়ি, কলা, ফুচকা বিক্রি করতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। 

আল শিফা মেডিকেল সার্ভিসেস এর সহায়তায় মিতু আক্তারকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া সামাজিক সংগঠন ৮৪ ইভেন্ট এর সহায়তায় ফারজানা লামিয়া ও শাহিদা খান সানজিদা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২টি সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসায়ী মো. সেন্টু, মিলন সরদার ও মো. হোসেনের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ, শায়লা ফারজানা স্বর্ণা পরিচালক আল শিফা মেডিকেল সার্ভিসেস।

এছাড়াও প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে সমাজসেবার সরকারি শিশু পরিবারের জন্য বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন জেলা প্রশাসক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ৫৪'তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের
পানামা খাল মামলা: স্প্যানিশ কোম্পানির বিরুদ্ধে জয় পেল পানামা
তানজানিয়ার প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট হাসানের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৯
খুলনা অঞ্চলে আমন ধান কাটা শুরু
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ৩টি অজ্ঞাত লাশের সন্ধান ইসরাইলের
পাকিস্তানে উৎসবের জন্য ভারতীয় শিখদের ভিসা
চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত
১০