বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪
ছবি: বাসস

বরিশাল, ১৬ সেপ্টেম্বর , ২০২৫ (বাসস) : জেলায় অসহায় পরিবারকে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে গণশুনানিতে আসা কয়েকজন অসহায় মানুষের মাঝে ৮৪ ইভেন্ট ও আল শিফা মেডিকেল সার্ভিসেস এর সহযোগিতা এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে ৬টি অসচ্ছল পরিবারের মধ্যে ৩ টি পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ৩ জনকে ডাব, ঝালমুড়ি, কলা, ফুচকা বিক্রি করতে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। 

আল শিফা মেডিকেল সার্ভিসেস এর সহায়তায় মিতু আক্তারকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া সামাজিক সংগঠন ৮৪ ইভেন্ট এর সহায়তায় ফারজানা লামিয়া ও শাহিদা খান সানজিদা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২টি সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসায়ী মো. সেন্টু, মিলন সরদার ও মো. হোসেনের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ, শায়লা ফারজানা স্বর্ণা পরিচালক আল শিফা মেডিকেল সার্ভিসেস।

এছাড়াও প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে সমাজসেবার সরকারি শিশু পরিবারের জন্য বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন জেলা প্রশাসক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
১০