সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ কেজি মাছ, ৩ টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম। 

গতকাল সোমবার দিবাগত রাতে সুন্দরবনের কৈখালী স্টেশনের আওতাধীন রায়মঙ্গল নদীর কাচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল কাদের, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোস্তফা গাজী ও আবুল বাশার।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক ফয়জুল হক জানান, সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটি অভয়ারণ্য এলাকায় একদল জেলে অবৈধভাবে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে কাচিকাটা টহল টিমের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে পাঁচ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি মাছ, ৩টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরো জানান, আটক জেলেদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি
কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
তানজিদের ঝড়ো হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
১০