চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ১০ শ্রমিক 

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় মালিকসহ অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার ভোরে বৈলতলী ইউনিয়নের চরপাড়ার ইউনুস মার্কেটে বিস্ফোরণটি ঘটে। স্থানীয়রা জানান, মার্কেটের ভেতর মাহবুবুর রহমানের গুদামে সিলিন্ডার আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট ধরালে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের শ্রমিকরা আগুনে দগ্ধ হন।

দগ্ধ শ্রমিকরা হলেন— গুদাম মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চমেক হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ১০ জন দগ্ধ রোগী এসেছে। বেশিরভাগেরই শ্বাসনালি পোড়া এবং শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পোড়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেডের সিদ্ধান্তের আগে মার্কিন শেয়ারের দাম কমেছে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ চীনের
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী শুরু কাল
ইয়েমেনের মানবিক সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিল জাতিসংঘ
কচুয়ায় পরিবেশবান্ধব গ্রাম ও সবুজ বিদ্যালয় ঘোষণা
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়ল
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত
কুড়িগ্রামে নদীতে পানি বাড়ছে 
মোদিকে জন্মদিনের অভিনন্দন জানালেন ট্রাম্প
১০