জিআইসিসি সম্মেলনে অংশ নিলেন সেতু বিভাগের সচিব

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ । ফাইল ছবি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার সিউলে ওয়েস্টিন পারনাস হোটেলে মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনব্যাপী (১৬-১৮ সেপ্টেম্বর) গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (জিআইসিসি)-২০২৫।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ অন্তর্বর্তী সরকারের পক্ষে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

তিনি সম্মেলনে সেতু বিভাগের বিভিন্ন প্রকল্পের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সেতু বিভাগের কয়েকটি প্রকল্পে কোরিয়ান ইডিসিএফ/ইডিপিএফ তহবিল থেকে অর্থায়নের সুযোগ রয়েছে। বাংলাদেশের পরিবহন খাতে দক্ষিণ কোরিয়ার কাজ করারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

জিআইসিসি-২০২৫ এর লক্ষ্য হলো কোরিয়ান নির্মাণ সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের প্রকল্প বাস্তবায়নকারীদের সাথে কৌশলগত সম্পর্ক তৈরি করা। এটি মূলত একটি বিজনেস-টু-বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে কোরিয়ান কোম্পানিগুলো সরাসরি বিদেশী সরকার, প্রকল্প ডেভেলপার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারে।

সম্মেলনে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী ছিলেন। এর মধ্যে ৩০টি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কোরিয়ার শীর্ষ নির্মাণ সংস্থার কর্মকর্তারা ছিলেন।

সম্মেলনের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে, আসন্ন অবকাঠামো প্রকল্পের তথ্য সংগ্রহ ও বিনিময়, বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি, নতুন প্রকল্পে অংশগ্রহণের জন্য সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর, এবং কোরিয়ার উন্নত প্রযুক্তি যেমন স্মার্ট সিটি, হাই-স্পিড রেল ও স্মার্ট পোর্ট সিস্টেমের সঙ্গে পরিচিত হওয়া।

এছাড়াও সম্মেলনে অবকাঠামো উন্নয়নের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা, বিভিন্ন দেশের প্রজেক্ট ব্রিফিং, ব্যক্তিগত ব্যবসায়িক বৈঠক এবং কোরিয়ান শীর্ষ কোম্পানির নতুন প্রযুক্তি প্রদর্শন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০