ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে ঢাকায় শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’।
তিনদিনের এই প্রদর্শনী শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। সকাল ১০টায় উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব। প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
এটি যৌথভাবে আয়োজন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান আই স্টেশন লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং দুবাইভিত্তিক প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো (এফজেডই)।
উদ্বোধনের পর বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দেশের নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ডেভেলপার, ব্যাংকিং ও করপোরেট খাত এবং সাইবার নিরাপত্তা উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করবেন।
এর মাধ্যমে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্পের সংযোগ স্থাপন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে।
প্রদর্শনীর অংশ হিসেবে থাকছে ‘ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো (আইওএসএইচএফই)’, যেখানে কর্মস্থলের অগ্নি নির্বাপণ প্রযুক্তি, উন্নত নিরাপত্তা সরঞ্জাম, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট সফটওয়্যার সল্যুশন, সাইবার নিরাপত্তা সমাধান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা পণ্য প্রদর্শিত হবে।
বিসিএসের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দেশে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও নগরায়ণ দ্রুত এগিয়ে চলছে। এই এক্সপোর মাধ্যমে দেশীয় নিরাপত্তা চাহিদার সঙ্গে আন্তর্জাতিক সমাধান সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি শুধু প্রদর্শনী নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা খাতের জন্য সময়োপযোগী দিকনির্দেশনাও।
আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তির সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা আগের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এই এক্সপো দেশীয় খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।
‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো-২০২৫’ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://shorturl.at/ierpH
অন্যদিকে, ‘ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো (আইওএসএইচএফই)’ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://shorturl.at/mpeBn