শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
ঝিনাইদহ, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় উপজেলার ১০১টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।


এছাড়াও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উজ্জ্বল বিশ্বাসসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ
এলডিসি উত্তরণের আগে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আহ্বান লুৎফে সিদ্দিকীর
সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ
ভোলায় নারী পক্ষের ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ জেলা সম্মেলন 
শিগগিরই যোগদান করছেন সাড়ে ৩ হাজার চিকিৎসক : স্বাস্থ্য অধিদপ্তর
ঠাকুরগাঁওয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : করণীয় শীর্ষক সাংবাদিক কর্মশালা
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ১৪টি গরু আটক
দিনাজপুরে মাদকসহ কারবারি গ্রেপ্তার
চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
১০