শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮
ঝিনাইদহ, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় উপজেলার ১০১টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রতিটি মণ্ডপে পূজা চলাকালে সিসি ক্যামেরা স্থাপন, পাহারাদার ও স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।


এছাড়াও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উজ্জ্বল বিশ্বাসসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০