পটুয়াখালীতে পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের দাবিতে সাইকেল র‌্যালি

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮
ছবি : বাসস

পটুয়াখালী, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় পরিবেশ সংরক্ষণ, ন্যায়বিচার, কর্মসংস্থান, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ জীবনের আহ্বান জানিয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে।

শহরের হেলিপ্যাড মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে আন্ধারমানিক নদীর তীরবর্তী এলাকা প্রদক্ষিণ করে। পরে শহরের প্রধান সড়ক ঘুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী হাতে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। প্ল্যাকার্ডগুলোতে পরিবেশ রক্ষার গুরুত্ব, মানবিক অধিকার ও শান্তিপূর্ণ বিশ্বের বার্তা তুলে ধরা হয়।

এর আগে হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে পরিবেশ, প্রতিবেশ ও মানবতার সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা বিশ্বব্যাপী চলমান গণহত্যা বন্ধ এবং ধ্বংসযজ্ঞ মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অপু মুখার্জী, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু এবং ‘আমরা কলাপাড়াবাসী’র সাবেক সভাপতি নজরুল ইসলাম। 

বক্তারা বলেন, ‌‘একটি টেকসই ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: ড. মঈন খান
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ
ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে : রেজাউল করীম
সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামানের ইন্তেকাল
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে: ড. ইফতেখারুজ্জামান 
১০