ঢাবি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট অ্যালামনাইয়ের পুনর্মিলনী 

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯
ঢাবি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট অ্যালামনাই আসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট অ্যালামনাই আসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।  

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন- ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম, অধ্যাপক  ড. আমিনুল হক ভূইয়া ও  অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন- অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইমুমুজ্জামান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদ মনির  ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালন করেন- ইনস্টিটিউটের প্রভাষক আবিরা নাওয়ার। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)  অধ্যাপক  ড. মামুন আহমেদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট  থেকে শিক্ষা জীবন শেষ করে বহু পুষ্টিবিদ ও খাদ্য বিজ্ঞানী দেশে-বিদেশে সফলভাবে কাজ করছেন। এই ইনস্টিটিউটের ল্যাবরেটরিগুলো অত্যন্ত উঁচুমানের।  ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নে সহযোগী হিসেবে ভূমিকা পালনের জন্য তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০