অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরে ৩ জন বরখাস্ত 

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরের ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাকরির গ্রেড ও মূলবেতন বিবেচনায় না নিয়ে ডি-১ ও ডি-২ শ্রেণির সরকারি বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে মোটা অংকের ঘুষ ও বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়মসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক রাশেদ আহম্মেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাশেদ আহম্মেদ সাদী সরকারি বাসা বরাদ্দ সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন। তাদের অভিযোগ তদন্তনাধীন এবং তা স্পর্শকাতর। তারা চাকরিতে বহাল থাকলে আরো বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকার্যে প্রভাব বিস্তার করতে পারেন।

এ ছাড়াও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত আরেক অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের বিনিময়ে আবেদনকারীদের থেকে মোটা অংকের ঘুষ দাবিসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পরিদপ্তরের সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: ড. মঈন খান
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ
ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে : রেজাউল করীম
সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামানের ইন্তেকাল
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে: ড. ইফতেখারুজ্জামান 
১০