ডাকসু নির্বাচন নিয়ে কিছু অলীক তথ্য ছড়াচ্ছে : চিফ রিটার্নিং অফিসার

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), এবং হল সংসদ নির্বাচন নিয়ে কিছু অনলাইন এক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন একথা বলেছেন। 

তিনি বলেন, ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আমরা ধন্যবাদ জানাই। ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো অভিযোগ আকারে এসেছে, তদন্ত সাপেক্ষে আমরা সেগুলোর ব্যাখ্যা দিয়েছি। প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন এবং দেশে-বিদেশের সর্বমহলে এই নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সবাই স্বীকার করেছেন, এ ধরনের নির্বাচন দেশের ইতিহাসে বিরল এবং ঐতিহাসিকভাবে কালেরসাক্ষী হয়ে থাকবে। 

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন এক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে। আমরা এ ধরনের কাজ না করার জন্য আহ্বান করি এবং সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: ড. মঈন খান
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ
ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে : রেজাউল করীম
সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামানের ইন্তেকাল
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে: ড. ইফতেখারুজ্জামান 
১০