মালদ্বীপে কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১ আপডেট: : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কমনওয়েলথ হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মালদ্বীপে চলমান '১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' টুর্নামেন্টে আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশ ৭-৩ গোলে হারিয়েছে ভারত বিচ হ্যান্ডবল দলকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় বিজিবির  সিপাহি খোকন মোল্লা। বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়। 

এর আগে, গতকাল ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে  পরাজিত করেছিল।  সে ম্যাচেও  সেরা খেলোয়াড়  নির্বাচিত হয়েছিলেন বিজিবির খোকন মোল্লা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে। 

উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান '১ম কমনওয়েলথ পুরুষ সিনিয়র বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' প্রতিযোগিতায় মোট ৬টি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকা অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: ড. মঈন খান
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ
ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে : রেজাউল করীম
সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামানের ইন্তেকাল
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে: ড. ইফতেখারুজ্জামান 
১০