চাকসু নির্বাচন : মনোনয়নপত্র জমা দেননি ২৩৩ জন

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ৯টি ছেলেদের হল, একটি হোস্টেল এবং ৫টি মেয়েদের হল রয়েছে। ছেলেদের হল থেকে ৩৫৬ জন এবং মেয়েদের হল থেকে ১২৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন। তবে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মনোনয়ন সংগ্রহকারী ১ হাজার ১৬৪ জনের মধ্যে ২৩৩ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে সোহরাওয়ার্দী হলে। ১৬টি পদের বিপরীতে এখানে মনোনয়ন জমা পড়েছে ৫৩টি। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছেন শহীদ আবদুর রব হলে, যেখানে মনোনয়ন জমা পড়েছে ৩১টি।

মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে বেগম খালেদা জিয়া হলে ৩১টি। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে নবাব ফয়জুন্নেছা হলে-মোট ১৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর
মুস্তাফিজের প্রয়োজন ৪ উইকেট
কুয়েটে টেক্সটাইল বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
ইউপিইউ-এর ২৮তম কংগ্রেসে সিএ-এর সদস্যপদে বাংলাদেশ পুনরায় নির্বাচিত
জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: ড. মঈন খান
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ
ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে : রেজাউল করীম
১০