চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ৯টি ছেলেদের হল, একটি হোস্টেল এবং ৫টি মেয়েদের হল রয়েছে। ছেলেদের হল থেকে ৩৫৬ জন এবং মেয়েদের হল থেকে ১২৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন। তবে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মনোনয়ন সংগ্রহকারী ১ হাজার ১৬৪ জনের মধ্যে ২৩৩ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।
ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে সোহরাওয়ার্দী হলে। ১৬টি পদের বিপরীতে এখানে মনোনয়ন জমা পড়েছে ৫৩টি। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছেন শহীদ আবদুর রব হলে, যেখানে মনোনয়ন জমা পড়েছে ৩১টি।
মেয়েদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে বেগম খালেদা জিয়া হলে ৩১টি। সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে নবাব ফয়জুন্নেছা হলে-মোট ১৭টি।