কুয়েটে টেক্সটাইল বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২৯২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবাগতদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও গঠনমূলক পরিবেশে শিক্ষাজীবন গড়ে তোলার আহ্বান জানান।

বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এসময় তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিদায়ী ও নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলী, বিদায়ী শিক্ষার্থী, নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০