কুয়েটে টেক্সটাইল বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২৯২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। 

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবাগতদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও গঠনমূলক পরিবেশে শিক্ষাজীবন গড়ে তোলার আহ্বান জানান।

বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এসময় তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিদায়ী ও নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলী, বিদায়ী শিক্ষার্থী, নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০