জলবায়ু সংকট মোকাবিলায় অবদান রাখতে পারে যুব প্রজন্ম : পরিবেশ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলাই জরুরি।

তিনি বলেন, আমাদের প্রজন্মের তুলনায় যুব প্রজন্ম এই সংকটের মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে ‘এনডিসি ৩.০ ফর সিওপি৩০  স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস’ শীর্ষক প্রস্তাবনাপত্র হস্তান্তর করে ইয়ুথ ফর এনডিসি ও তাদের অংশীদাররা। আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি৩০)-এর আগে বাংলাদেশ সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমাদানের প্রক্রিয়ায় এ প্রস্তাবনা সহায়ক হবে। 

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার প্রায়ই নিজস্ব নীতি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই সমাজ থেকে আসা উদ্যোগগুলো নতুন মূল্যবোধ তৈরি ও তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে মূল্যবোধ রাতারাতি তৈরি হয় না, ধীরে ধীরে বিকশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ; ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ফার্স্ট কাউন্সেলর ও টিম লিডার (গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) এডউইন কোককক; জার্মান দূতাবাসের কাউন্সেলর ও প্রধান (ডেভেলপমেন্ট কো-অপারেশন) উলরিখ ক্লেপম্যান; এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড (ডেভেলপমেন্ট কো-অপারেশন) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবনা পত্রে এনার্জি, কৃষি, বন ও নগরায়ণ—এই চারটি খাতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রণীত ১৪টি কার্যকরী সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০