মেহেরপুর ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য মনির হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব মো. কামাল উদ্দিন, খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত (স্বাস্থ্য) পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।
মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইনজামামুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ, জেলা বিএনপির সাবেক এমপি মাসুদ অরুন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান, জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন আহমেদ, চিকিৎসক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা শামসুল আলম, এনসিপির জেলা সমন্বয়কারী শাকিল আহমেদ প্রমুখ।