বিএনপি জনগণের অধিকার আদায়ে গুরুত্ব দিয়ে কাজ করে : ডা. এজেডএম জাহিদ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮
ছবি : বাসস

দিনাজপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে সব সময় গুরুত্ব দিয়ে কাজ করে।

তিনি বলেন, শিক্ষকেরা জাতির মেরুদন্ড, জাতি গঠনে শিক্ষকদের বিকল্প নেই। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি শিক্ষকদের সকল সুযোগ সুবিধার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষকের দাবিগুলো বাস্তবায়ন করা হবে। 

আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট অধিকার আদায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই প্রদান, বিনা বেতনে পাঠদান ও শিক্ষকদের শতভাগ বেতন বাস্তবায়নে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন করেছিলেন। 
ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। যুগ-উপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হবে। দেশের মানুষ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে বিএনপি সব সময় কাজ করেছেন, আগামীতে দেশ গঠনে জনগণের রায় নিয়ে বিএনপি’র অসমাপ্ত কাজগুলো করবেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সরকার জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ষড়যন্ত্রকারীরা এই নির্বাচনকে নস্যাৎ করতে নানামুখী কাণ্ড চালাচ্ছেন। কিন্তু দেশের মানুষ একটি নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থা বাস্তবায়ন চায়। জনগণের রায় মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দিতে হবে। এর কোন বিকল্প অবস্থান এদেশের জনগণ কখনোই মেনে নেবে না। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করতে প্রত্যেক নাগরিককে সজাগ থাকার আহবান জানান তিনি।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার আয়োজিত সম্মেলনে অধ্যাপক মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় শিক্ষক ঐক্যজোটের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, মোঃ আজিজুল হক রাজা, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০