ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সম্পন্ন

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন এবং সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁর পথ অনুসরণের আহ্বান জানান।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয় পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। এ আয়োজনে অন্তর্ভুক্ত ছিল ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথভাবে আয়োজিত সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত ও হামদ-না’ত মাহফিল, স্বরচিত কবিতা পাঠ, ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী, সিরাত স্মরণিকা ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ নানা কর্মসূচি।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৪টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে এসব অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ বিআরটিএ চেয়ারম্যানের
ওমানের বিপক্ষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৮৮ রান
বিউটিফুল লালমনিরহাটের ১০ম বর্ষপূর্তিতে সোলার ল্যাম্প ও রক্ত পরীক্ষা
এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম
বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর পদ পেলেন তামিম
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ‘ন্যায্য’ প্রস্তাব দিয়েছে ইরান
বাংলামোটরে মিছিল : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কারাগারে
'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫' খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
১০