গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
প্রতীকী ছবি

গাজীপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার টঙ্গীতে তুরাগ নদের পানিতে ডুবে সামিউল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে জেলার টঙ্গীতে তুরাগ নদে এ ঘটনা ঘটে। 

মৃত সামিউল জেলার টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়ার বাসিন্দা ও গার্মেন্টস’র অপারেটর সোহেল মজুমদারের ছেলে। তারা ওই এলাকায় ভাড়া থাকেন। সামিউল স্থানীয় এশটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফুফাতো ভাই ইয়াসিনকে সঙ্গে নিয়ে সামিউল তুরাগ নদের দিকে যায়। সেখানে আরও কয়েকজন কিশোরের সাথে সামিউলও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে পানির তীব্র স্রোতে সামিউল ভেসে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও সে আর ফিরে আসেনি। এ ঘঁনায় প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে নদী থেকে সামিউলের মরদেহ উদ্ধার করেন। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, তিন ঘণ্টা চেষ্টার পর দুপুর ২ টার দিকে শিশু সামিউলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু সামিউলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ বিআরটিএ চেয়ারম্যানের
ওমানের বিপক্ষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৮৮ রান
বিউটিফুল লালমনিরহাটের ১০ম বর্ষপূর্তিতে সোলার ল্যাম্প ও রক্ত পরীক্ষা
এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম
বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর পদ পেলেন তামিম
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ‘ন্যায্য’ প্রস্তাব দিয়েছে ইরান
বাংলামোটরে মিছিল : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কারাগারে
'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫' খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
১০