গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
প্রতীকী ছবি

গাজীপুর, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার টঙ্গীতে তুরাগ নদের পানিতে ডুবে সামিউল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে জেলার টঙ্গীতে তুরাগ নদে এ ঘটনা ঘটে। 

মৃত সামিউল জেলার টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়ার বাসিন্দা ও গার্মেন্টস’র অপারেটর সোহেল মজুমদারের ছেলে। তারা ওই এলাকায় ভাড়া থাকেন। সামিউল স্থানীয় এশটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফুফাতো ভাই ইয়াসিনকে সঙ্গে নিয়ে সামিউল তুরাগ নদের দিকে যায়। সেখানে আরও কয়েকজন কিশোরের সাথে সামিউলও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে পানির তীব্র স্রোতে সামিউল ভেসে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও সে আর ফিরে আসেনি। এ ঘঁনায় প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে নদী থেকে সামিউলের মরদেহ উদ্ধার করেন। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, তিন ঘণ্টা চেষ্টার পর দুপুর ২ টার দিকে শিশু সামিউলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু সামিউলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০