'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫' খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২
“রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের জন্য আজ ঢাকার পানিভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের জন্য আজ ঢাকার পানিভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচনার বিষয় ছিল রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, উন্নয়নস্বত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনসমূহের সাথে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ডের কাঠামো, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন এবং ভূমির পুনর্বিন্যাসসহ রাজধানী উন্নয়ন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দিক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশনসহ বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫” খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম এবং নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার।

মতবিনিময় সভার মাধ্যমে অংশীজনদের সুপারিশ ও মতামত সংগ্রহ করে খসড়াটি চূড়ান্ত করা হবে বলে আয়োজকরা জানান। সভায় বক্তারা নগর উন্নয়নের জন্য একটি অংশগ্রহণমূলক, বাস্তব ভিত্তিক ও পরিবেশসম্মত আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ বিআরটিএ চেয়ারম্যানের
ওমানের বিপক্ষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৮৮ রান
বিউটিফুল লালমনিরহাটের ১০ম বর্ষপূর্তিতে সোলার ল্যাম্প ও রক্ত পরীক্ষা
এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে : নাহিদ ইসলাম
বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর পদ পেলেন তামিম
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ‘ন্যায্য’ প্রস্তাব দিয়েছে ইরান
বাংলামোটরে মিছিল : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কারাগারে
'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫' খসড়ার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
১০