ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুয়াব) ২০২৫-২০২৭ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নির্বাচন আজ রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪১৩ জন ভোটার অংশগ্রহণ করেন।
ভোটগ্রহণ দুটি পর্বে অনুষ্ঠিত হয়—সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত।
নির্বাচনে ড. এ.টি.এম. জাফরুল আজম এবং ড. মোহাম্মদ আসাদুজ্জামান সরকার নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিজয় অর্জন করে এবং তারা আগামী দুই বছরের জন্য নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচিত জুয়াব নির্বাহী কমিটির সদস্যরা হলেন-
সভাপতি – ড. এ.টি.এম. জাফরুল আজম, অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সিনিয়র সহ-সভাপতি – ড. মোহাম্মদ আব্দুল্লাহ খান, অধ্যাপক, রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সহ-সভাপতি-১ – ড. এম. আব্দুল করিম, অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাবেক ডিন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
সহ-সভাপতি-২ – ড. ইয়েরুল কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সাধারণ সম্পাদক – ড. মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, অধ্যাপক, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ এবং পরিচালক, আইকিউএসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
কোষাধ্যক্ষ – ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ও ডিন, ফার্মেসি স্কুল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
যুগ্ম সম্পাদক-১ – ড. মো. তৌফিকুল ইসলাম, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
যুগ্ম সম্পাদক-২ – ড. মো. মুজিবুর রহমান, অধ্যাপক, পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক – ড. মোহাম্মদ মতিুর রহমান, অধ্যাপক, মৎস্য জীববিদ্যা ও জেনেটিক্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
সাংস্কৃতিক সম্পাদক – ড. মো. মিজানুর রহমান সরকার, অধ্যাপক, কৃষি পরিসংখ্যান বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
সমাজকল্যাণ সম্পাদক – ড. ফারজানা আশরাফি নীলা, অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কার্যালয় সম্পাদক – ড. দিলরুবা শারমিন, প্রকল্প সমন্বয়ক, ক্যাবি ইন্টারন্যাশনাল, বার্ক কমপ্লেক্স, ঢাকা।
নির্বাহী সদস্যরা হলেন-
ডা. মো. জয়নাল আবেদীন, সহযোগী অধ্যাপক, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিক্স বিভাগ, বিএমইউ, ঢাকা।
ড. মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক, ফার্মেসি ডিসিপ্লিন, লাইফ সায়েন্স স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়।
ড. মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ড. মুহাম্মদ সামির উল্লাহ, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
ড. এস. এ. মাসুদুল হক, সহযোগী অধ্যাপক, প্রাণিসম্পদ প্রজনন ও জেনেটিক্স বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
ড. মো. শিবলুর রহমান, সহযোগী অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ড. এম. জুলফিকার রহমান, অধ্যাপক, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
ড. মো. আশরাফ উদ্দিন, অধ্যাপক, গণিত বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
ড. মো. মাহবুব আলম, অধ্যাপক, মেডিসিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
নবনির্বাচিত কর্মকর্তারা বাংলাদেশের জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক ও পেশাগত সম্পর্ক আরো জোরদার করা এবং বাংলাদেশ-জাপানের মধ্যে শিক্ষা, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।