এএফআইপি ফ্লো সাইটোমেট্রি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:২০
ছবি : আইএসপিআর

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)'তে"ফ্লো সাইটোমেট্রি" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক ও কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে দেশি-বিদেশি বিজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘ফ্লো সাইটোমেট্রির’ মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমার নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি’র নীতি ও সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগের চিকিৎসা কেবল কঠিনই নয়, বরং রোগ নির্ণয় করাও চ্যালেঞ্জিং।

রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের পরে তার সঠিক প্রকৃতি নির্ধারনে ফ্লো সাইটোমেট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফআইপি এই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির  কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা।

এছাড়াও, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, এএফআইপি'র ডেপুটি কমান্ড্যান্ট এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক, আর্মি মেডিকেল কোরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে ১১৬ জন রক্তরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০