কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০
শনিবার কুমিল্লায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার সব পূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব। 

এছাড়াও কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হানসহ বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জিত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি সব সময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমরা চাই, কুমিল্লাসহ সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক।

তিনি কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে মিলেমিশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান। পূজা উদ্যাপনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ-জল সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১২৯টি পূজা মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ টাকা প্রদান করা হয়। সভায় অংশগ্রহণকারী পূজা কমিটির নেতারা বিএনপি নেতৃবৃন্দের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আয়কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে মতবিনিময়
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৮২ জন হাসপাতালে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু
শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন
ইউএপি, ঢাবি ও জার্মান বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রাকৃতিক সম্পদ চুক্তিতে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা
বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল 
কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি জব্দ 
ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সৈয়দা রিজওয়ানা হাসান
লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা
১০