সাতক্ষীরায় আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ সচল

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩
জেলায় শনিবার বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল । ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। 

এর আগে শনিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে আবারো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

এদিকে, অগ্নিকান্ডের কারনে বিদ্যুৎ বন্ধ থাকায় শহর ও গ্রামীণ এলাকায় মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম খানিকটা ব্যাহত হয়। আড়াই ঘন্টা পরে বিদ্যুৎ সরবরাহ চালু করার পর জনজীবনে স্বস্তি ফিরে আসে।

সাতক্ষীরায় ‘ওজোপাডিকো’-এর নিবার্হী প্রকৌশলী শোয়াইব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর খুলনা থেকে একটি বিশেষজ্ঞ টিম সাতক্ষীরায় আসার পর পরীক্ষা নিরীক্ষা শেষে বিদ্যুৎ সরবারাহ পুনরায় সচল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য এখন আর অবহেলার বিষয় নয় : চসিক মেয়র
মৎস্য অভয়ারণ্যে নতুন মোড়কে পুরনো দস্যুতার অবসান চান জেলেরা
বরিশালে বিশ্ব ডিম দিবস উদযাপন
পিরোজপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জাল ও নৌকা জব্দ 
চট্টগ্রামে বিএনপি কর্মী হাকিম হত্যার দুই দিন পর মামলা
দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ
চাঁদপুরে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
পালিত হচ্ছে ১৩তম স্তন ক্যান্সার সচেতনতা দিবস
১০