ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়। ছবি : বাসস

ভোলা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। 

ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মো. জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনিরের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. নজরুল ইসলাম। 

এ সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সদর উপজেলা আমির অধ্যাপক মো. কামাল হোসাইন, পৌর জামায়াতের আমির মো. জামাল উদ্দিন ও নায়েবে আমির মো. রুহুল আমিন প্রমুখ। 

এ সময় ভোলা সদরের ২৭ টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অশোক চন্দ্র ঘোষ, ডা. নরেন্দ্র চন্দ্র শীল, গৌরাঙ্গ চন্দ্র রায় ও ক্ষিতীশ বাবু প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এসেছে। শারদীয় দুর্গোৎসব দেশব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০