বিল ও জলাশয় সংরক্ষণ গণশুনানী হবে : পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১
শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া কাতুরিয়া বিল পরিদর্শনের পূর্বে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : পিআইডি

গাজীপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রাকৃতিক জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ (বিল ও জলাশয়) স্থানীয় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। এ লক্ষ্যে গণশুনানি আয়োজন করা হবে।

প্রাকৃতিক জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতেই বিল ও জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাতুরিয়া বিল পরিদর্শনের পূর্বে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

সভায় উপদেষ্টা আরো বলেন, কাতুরিয়া বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। এই জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যাবশ্যক।

তিনি  বলেন, আর কোনো বিল ভরাট করা যাবে না। কৃষিজমি ভরাট হলে জনগণের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। একইসঙ্গে শিল্প দূষণ থেকে বিলকে রক্ষা করার ওপরও তিনি জোর দেন।
এসময় গাজীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় পরিবেশবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বেলাই বিল পরিদর্শন করেন এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১০ টাকায় মামলা, ২৮ দিনে নিষ্পত্তি : সুযোগ পাচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগণ
আদাবরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশনের সময় বাড়লো
৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বাছাই পরীক্ষা ২৬ সেপ্টেম্বর
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘে ভোট, নিন্দা রাশিয়ার
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন মুস্তাফিজ
কুয়েটে ড. এম এ রশীদ হলের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শানাকার হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলংকা
জগলুল হায়দারের ছড়া ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠেছিল
১০