আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিই মূল চাবিকাঠি: বক্তারা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪২
ছবি : সংগৃহীত

খুলনা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শনিবার খুলনায় এক সেমিনারে বক্তারা বলেছেন, দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিতে বিপুল আমদানি নির্ভরতা কমানোর একমাত্র টেকসই উপায় হলো নবায়নযোগ্য জ্বালানি।

তারা দেশীয় উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ কনজিউমারস অ্যাসোসিয়েশন (ক্যাব) আয়োজিত এ সেমিনার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা উল্লেখ করেন বর্তমানে বাংলাদেশের জ্বালানি সরবরাহের প্রায় ৮৫ শতাংশ আমদানিনির্ভর। অথচ কেবল ভবনের ছাদ থেকেই ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বায়ু ও জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও রয়েছে।

তারা জোর দিয়ে বলেন, দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হলো জ্বালানি, তবে টেকসই অগ্রগতির জন্য দুর্নীতি দমন সমানভাবে জরুরি।

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন জাহান তাকিয়া, সাবাত মোস্তফা প্রাথুন ও নাজিফা তাজনুর; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী অনন্যা হাবিব আকাশ ও সামিয়া আক্তার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তওসিন নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

উন্মুক্ত আলোচনায় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক মতামত দেন এবং ক্যাব খুলনা জেলা সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড স্বাগত ভাষণ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০